রবিবার কায়রোর ঐতিহাসিক আল-হাকিম মসজিদে যাবেন মোদি

0
1

দু’দিনের সফরে  মিশরে গিয়েছেন মোদি। সেই সফর কূটনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিবার, দ্বিতীয় দিনে মোদির ঠাসা কর্মসূচি আছে। আজ কায়রোর ঐতিহাসিক আল-হাকিম মসজিদে যাবেন তিনি। যে মসজিদ সংস্কারের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারতের দাউদি বোহরা সম্প্রদায়। যে সম্প্রদায় ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মোদি যে আল-হাকিম মসজিদে যাবেন, তা সাংস্কৃতিক এবং রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত সংশ্লিষ্ট মহলের।

কীভাবে বাণিজ্যের পরিমাণ আরও বাড়ানো যায়? কীভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করা যায়? তা নিয়ে ইজিপ্টের প্রধানমন্ত্রী মোস্তাফা মাডবাউলি এবং পিরামিডের দেশের একাধিক ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মিশরের গ্র্যান্ড মুফতি শাওকি ইব্রাহিম আবদেল-করিম আল্লামের সঙ্গেও দেখা করেছেন। তাঁদের আলোচনায় সাম্প্রদায়িক সম্প্রতি, উগ্রপন্থা ও মগজধোলাই সংক্রান্ত বিষয়ও উঠে এসেছে।

মিশরের প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে মোদি আলোচনা করেছেন বলে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। সাউথ ব্লকের তরফে জানানো হয়েছে, ব্যবসা-বাণিজ্য, পুনর্নবীকরণযোগ্য শক্তি, গ্রিন হাইড্রোজেন, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম, ফার্মা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মোদি এবং মুস্তাফার কথা হয়েছে।জানা গিয়েছে, রবিবার তথ্যপ্রযুক্তি; কৃষি; বাণিজ্যের প্রচার; সংস্কৃতি; ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্প নিয়ে দু’দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষর হতে পারে।