বড় চমক মোহনবাগানের, ইউরো খেলা আর্মান্দো সাদিকুকে সই করাল সবুজ মেরুন

0
2

দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস। অনিরুধ থাপার সইয়ের পর এবার মোহনবাগানে সই করে ফেললেন আর্মান্দো সাদিকু। আলবেনিয়ান এই স্ট্রাইকারকে দুই বছরের চুক্তিতে সই করাল সবুজ মেরুন ক্লাব। এদিন এমনটাই জানান হল মোহনবাগানে পক্ষ থেকে।

২০১৬ সালে ইউরো কাপে দুর্দান্ত ফুটবল খেলেছিলেন আর্মান্দো সাদিকু। গোলও করেছিলেন আলবানিয়ার এই স্ট্রাইকার। জনি কাউকোও ইউরো কাপ খেলেই সবুজ-মেরুন শিবিরে যোগ দিয়েছিলেন। তাঁর জায়গায় আসা এই স্ট্রাইকারও ইউরো ফেরত। দারুণ ভাবে মরশুম শুরু করলেও চোট পাওয়ায় দেশে ফিরতে হয় কাউকোকে। এরপর ভারতে এসে রিহ্যাব করলেও তাঁর সম্পূর্ণ সুস্থ হতে বেশ কিছুটা সময় লাগবে বলে জানা যাচ্ছে তাঁর। শোনা যাচ্ছে নভেম্বর-ডিসেম্বর মাসে জনিকে পাওয়া যেতে পারে। কিন্তু ততক্ষণে আইএসএল অর্ধেক শেষ হয়ে যাবে। সেই জন্যই বিকল্প ভাবনার পথে হাটে মোহনবাগান।

স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব কার্তাহেনার সঙ্গে চুক্তি ছিল সাদিকুর। এই মাসের শেষেই সেই ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে তাঁর। এরপরেই মোহনবাগানে আসছেন সাদিকু। স্পেনের একাধিক ক্লাবে খেলেছেন সাদিকু। দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন সময় লেভন্তে, মালাগার মতো স্প্যানিশ ক্লাবে খেলেছেন। তাছাড়াও আলবানিয়া, সুইৎজারল্যান্ড, পোল্যান্ড, বলিভিয়া, তুরস্কের মতো দেশের ক্লাব দলের হয়ে খেলেছেন সাদিকু।ক্লাব কেরিয়ারও যথেষ্ট উজ্জ্বল সাদিকুর। ৪৪৮টি ম্যাচ খেলে ১৬২টি গোল করেছেন তিনি।

আরও পড়ুন:কেন পিএসজি ছাড়লেন মেসি, জানালেন স্বয়ং নিজেই