বিহারে কারখানায় গ্যাস লিকে মৃ*ত ১ শ্রমিক, অসুস্থ বহু

0
2

বিহারের হাজিপুরের অ্যামোনিয়া গ্যাস লিক করে মর্মান্তিক মৃত্যু এক শ্রমিকের। অসুস্থ অন্তত ৩৫। তাঁরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সকালে বৈশালী জেলায় একটি দুধের কারখানায় এই ঘটনাটি ঘটে। গ্যাস লিকের খবর পেতেই আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করে কারখানার ভেতরে থাকা বাকিরাও। তড়িঘড়ি বাইরে বেরোতে গিয়ে পদপিষ্টের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। তাতেই আরও বেশ কিছু শ্রমিক আহত হন।

আরও পড়ুন:পুরুলিয়ায় তৃণমূল নেতা খুনে সিট গঠন করল পুলিশ

স্থানীয় সূত্রের খবর, শনিবার সকাল পৌনে ১০টা নাগাদ হঠাৎই কারখানার ভিতরে ঝাঁঝালো গ্যাসে ভরে যায়। গ্যাস লিকের খবর চাউর হতেই কারখার ভিতরে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একসঙ্গে সকলে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করতেই ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়। পদপিষ্ট হয়ে আহত হন বেশ কিছু শ্রমিক। অ্যামোনিয়া গ্যাস লিক করার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল এবং পটনা পুলিশের কুইক রেসপন্স টিম।কারখানার ভিতরে যাঁরা আটকে ছিলেন তাঁদের দ্রুত উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, কারখানার ভিতরেই এক শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিষাক্ত গ্যাসেই মৃত্যু হয়েছে ওই শ্রমিকের। পুলিশ আরও জানিয়েছে, কারখানা থেকে ৪ কিলোমিটার এলাকা জুড়ে এই গ্যাস ছড়িয়ে পড়ে।অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। বেশ কয়েক জন অসুস্থ হয়ে পড়েন। বিষাক্ত গ্যাসে ৩০-৩৫ জন অসুস্থ হয়ে হাজিপুর হাসপাতালে ভর্তি।তাঁরা প্রত্যেকেই আশেপাশের এলাকার বাসিন্দা।