৮৩’র বিশ্বজয়ের ৪০ বছর, বিশেষভাবে পালন কপিল দেব, সুনীল গাভাস্করদের

0
1

আজ ২৫ জুন। ভারতের প্রথম ক্রিকেট বিশ্বজয়ের ৪০ বছর পূর্ণ হল আজ। নতুন ভাবে বর্ষপূর্তি পালন করলেন কপিল দেব, সুনীল গাভাস্কর, রজার বিনি, কীর্তি আজাদরা। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়াতেও দিয়েছেন কীর্তি আজাদ।

ভারতীয় খেলার ইতিহাসে ২৫ জুন দিনটি অত্যন্ত বিশেষ। ৪০ বছর আগে অর্থাৎ ১৯৮৩ সালে এই দিনই ভারতীয় ক্রিকেট দল প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। ক্রিকেটের মক্কা লর্ডসে ফাইনালে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ রানে হারিয়ে দুর্ধর্ষ জয় হাসিল করে প্রথমবারের মতো বিশ্বক্রিকেটের দরবারে পতাকা উড়িয়েছিল। এই আজকের দিনকে ফের বিশেষভাবে পালন করছেন ৮৩’র নায়করা। এদিন সোশ্যাল মিডিয়ায় কীর্তি আজাদ সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও প্রকাশ করেছেন, তাতে দেখা যাচ্ছে, বিমানে সবার আগে বসে সুনীল গাভাস্কর। এরপর একে একে দেখা গিয়েছে সৈয়দ কিরমানি, সন্দীপ পাটিল, দিলীপ বেঙ্গসরকার, রজার বিনি এবং অধিনায়ক কপিল দেবকে। এই দলকে নিয়ে বিশেষ ভাবে প্রচারমূলক কাজ করছে একটি বেসরকারি সংস্থা।

কীর্তি আজাদের পরবর্তী ভিডিওতে দেখা গিয়ে আহমেদাবাদে ওই বেসরকারি  সংস্থার পক্ষ থেকে বিশেষ সম্মান দেওয়া হচ্ছে। এই সম্মান পেয়ে আপ্লুত ৮৩’র নায়করা।

ভারতের প্রথম ক্রিকেট বিশ্বজয় নিয়ে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বলেন, “১৯৮৩ সালে আমাদের জয়ের পিছনে যে একতা এবং অদমনীয় সাহস ছিল। ২০২৩ বিশ্বকাপের আগে আমাদের এই প্রচার আগামী প্রজন্মকে আরও উদ্বুদ্ধ করবে। ফলাফলই সাফল্যের একমাত্র পরিণাম নয়। তার পিছনে যে পরিশ্রম জড়িয়ে রয়েছে সেটাই আসল।”

আরও পড়ুন:বড় চমক মোহনবাগানের, ইউরো খেলা আর্মান্দো সাদিকুকে সই করাল সবুজ মেরুন