বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, আগামী ৪৮ ঘণ্টায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

0
1

বাংলায় পুরোদমে ঢুকে পড়েছে বর্ষা। উত্তরে আগেই ঢুকে পড়েছিল এবার দক্ষিণেও শুরু হল বর্ষা। শনিবারের পর রবিবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। বেশি বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। বৃষ্টির জেরে গোটা রাজ্যের তাপমাত্রা কমতে পারে। আগামী ২৪ ঘণ্টায় আরও ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সবথেকে বেশি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে। দক্ষিণের জেলাগুলিতে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা কমতে পারে। এরই মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলেও খবর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। যার জেরে উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলিতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৩ জুন থেকে রাজ্যের সব জেলাতেই শুরু হয়ে গিয়েছে বর্ষার বৃষ্টি। আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির (West Bengal- Rainfall) পূর্বাভাস থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

আরও পড়ুন- রবিবার নির্দিষ্ট সময়েই চলবে নর্থ-সাউথ মেট্রো, বিজ্ঞপ্তি মেট্রোরেল কর্তৃপক্ষের