উত্তরবঙ্গে দাপট দেখাচ্ছে বর্ষা। প্রথম থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করেছে বর্ষা। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও ভ্যাপসা ও অস্বস্তিকর গরম পিছু ছাড়ছে না। তবে শনিবার সকাল থেকেই মুখভার আকাশের।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,সপ্তাহান্তে ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
আরও পড়ুন:আগামিকাল কলকাতা লিগে সাদার্নের সামনে DHFC
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী দু-তিনদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। মূলত রবি এবং সোমবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। তাপমাত্রা কমবে আগামী তিনদিনে। বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
তবে উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। গত এক সপ্তাহের ভারী বৃষ্টির প্রভাবে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বিপদসীমার কাছাকাছি। বজ্রপাতের ক্ষেত্রে সাধারণ মানুষকে সতর্ক থাকতে পরামর্শ আবহাওয়া দফতরের। প্রয়োজনে দামিনী অ্যাপ ডাউনলোড করে বজ্রপাতের সম্ভাবনা দেখে চলার কথাই বলছেন আবহবিদরা।
কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১ দশমিক ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ। আজ শনিবার আকাশ মেঘলা। দু এক পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ডিগ্রি ডিগ্রি এবং ২৮ ডিগ্রির আশেপাশে থাকবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.