প্রচারে কোন প্রার্থী ক’টি গাড়ি ব্যবহার করতে পারবেন? ক.ড়া নিয়ম বেঁধে দিল নির্বাচন কমিশন

0
1

জুলাইয়ের ৮ তারিখে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই প্রচারে নেমে পড়ছে শাসক-বিরোধী সব দলগুলিই। এর মধ্যেই ভোটপ্রচার ও পঞ্চায়েত নির্বাচনের দিন গাড়ি ব্যবহার নিয়ে কড়া নির্দেশিকা জারি করল কমিশন। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরের প্রার্থীদের জন্য জারি হয়েছে আলাদা-আলাদা নির্দেশিকা। প্রচারেও কোন প্রার্থী ক’টা গাড়ি ব্যবহার করতে পারবে তা নির্দেশিকায় স্পষ্ট করে দিয়েছে কমিশন।

কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে জেলা পরিষদের প্রার্থীদের ও নির্বাচনী এজেন্টদের প্রচারে একটি মাত্র চারচাকার গাড়ি ব্যবহারের অনুমতি পাওয়া যাবে। তবে সেই নির্দিষ্ট গাড়িটির নম্বর আগে থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে জানিয়ে রাখতে হবে। একই রকম ভাবে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত প্রার্থীদের প্রচার চার চাকার গাড়ি ব্যবহারের নিষেধাজ্ঞা কমিশনের। এই দুই স্তরের প্রার্থীরা ও তার নির্বাচনী এজেন্টরা দু চাকা অথবা তিন চাকার গাড়ি ব্যবহার করতে পারবেন। বাধ্যতামূলক ভাবে সেই গাড়ির নম্বর রিটার্নিং অফিসারকে জমা দিতে হবে।

প্রচারের ক্ষেত্রেও গাড়ি ব্যবহারে নির্দেশিকা জারি করেছে কমিশন। স্বীকৃত রাজনৈতিক দলগুলি প্রচারে, প্রতিটি সাব ডিভিশনে একটি করে গাড়ি ব্যবহার করতে পারবে। এছাড়া গোটা জেলার জন্য অতিরিক্ত আরো একটি গাড়ি ব্যবহার করা যাবে। মহকুমা শাসকের থেকে গাড়ির অনুমতি নিতে হবে। এছাড়াও আগাম অনুমতির সাপেক্ষে রোড শো তে চারটে গাড়ি ব্যবহার করার অনুমতি থাকছে। দুই, তিন ও চার চাকা মিলিয়ে চারটি গাড়ি ব্যবহারে কমিশনের ছাড়পত্র। প্রচারে বাইক rally করা যাবে না।

ভোটের দিন রাজনৈতিক দল গুলি দুচাকা, তিন চাকা অথবা চার চাকা দুটির বেশি গাড়ি নিয়ে যত্রতত্র ঘোরাতে নিষেধাজ্ঞা কমিশনের। রাজনৈতিক দল গুলোর গাড়িতে কোনোভাবেই ভোটার দের ভোট কেন্দ্রে নিয়ে আসা যাবে না। কমিশনের এই নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের।

আরও পড়ুন- ক.ঙ্কালের হাতে সধবার চিহ্ন, সেপ.টিক ট্যাঙ্ক থেকে উ.দ্ধার মহিলার দে.হ!