২০২৪ লোকসভা ভোটকে (Loksabha Election) পাখির চোখ করে পাটনায় দেশজুড়ে বিজেপি (BJP) বিরোধী দলগুলির বৈঠক ইতিবাচক। কেন্দ্রের নরেন্দ্র মোদি সকারের (Modi Govt) স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে এককাট্টা অবিজেপি দলগুলি। একের বিরুদ্ধে এক লড়াইয়ে সহমত পোষণ করেছে সব বিরোধী দিলগুলি।পরবর্তী সভা জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে সিমলায়। মুখে কটাক্ষ করলেও বিরোধী জোটকে নিয়ে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি।

রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) একটি টুইট করেন। যেখানে তিনি কংগ্রেস (Congress), তৃণমূল (TMC), সিপিএমের (CPIM) রাজনৈতিক অবস্থান ও কাছাকাছি আসা যে স্থান-কাল-পাত্র বিশেষে বদলে যেতে পারে, সেই তত্ত্বও উসকে দেওয়ার চেষ্টা করেছেন। টুইটারে শুভেন্দু লিখেছেন, “বাংলায় যেমন কংগ্রেস আর সিপিএম হল তৃণমূলের বি টিম। আবার দিল্লিতে তৃণমূল আর সিপিএম মিলে কংগ্রেসের বি টিম। আবার যদি কেরলে দেখা যায়, তাহলে সেখানে সম্মুখসমরে কংগ্রেস ও সিপিএম।” টুইটে প্রশ্ন তুলে শুভেন্দুর আরও সংযোজন, “তাহলে কি পশ্চিমবঙ্গে এই তিনটি দল নিজেদের মধ্যে ফ্রেন্ডলি ম্যাচ খেলছে?”

পাটনায় বিরোধী বৈঠকে সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীদের একসঙ্গে বৈঠকে বসা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু লিখেছেন, “এখানে হতভাগ্য বাম-কংগ্রেস কর্মীরা মাঠে-ময়দানে রক্ত ঝরাচ্ছেন, ঘাম ঝরাচ্ছেন… আর ওদিকে তাঁদের শীর্ষ নেতারা পটনায় সেটিং করছেন। কারা এদের ভুল বোঝাচ্ছেন? রাজ্য নেতৃত্ব নাকি হাই কমান্ড?”
অন্যদিকে, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) কথায়, “অবিজেপি ধর্মনিরপেক্ষ দলগুলির নেতৃত্ব এক জায়গায় বসেছিল। বিজেপির বিদায় ঘণ্টা এমনিতেই বেজে গিয়েছে। পাটনায় সেই আনুষ্ঠানিক বিদায় প্রক্রিয়ার বৈঠক হয়েছে।” কুণালের আরও দাবি, বর্তমান রাজনীতিতে জোটের যুগ চলছে। বিজেপিকেও এনডিএ জোট নিয়েই চলতে হয়, সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র।















































































































































