সায়নী ঘোষকে নিয়ে নোং.রা মন্তব্য, গ্রে.ফতার বিজেপি প্রার্থী

0
3

বিজেপি নারী বিদ্বেষী। বিজেপি কোনওদিন মহিলাদের সম্মান করেনি, এখনও করে না। শুভেন্দু অধিকারী হোক, দিলীপ ঘোষ কিংবা তদের সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদি পর্যন্ত মহিলাদের নিয়ে কখনও না কখনও বিরূপ মন্তব্য করেছেন। সেই তালিকা থেকে বাদ নেই পাড়ার চারানার নেতারাও।

এবার যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ সম্পর্কে ফেসবুকে নোংরা, কুরুচিপূর্ন, আপত্তিকর, উস্কানিমূলক মন্তব্য করলেন পঞ্চায়েতের এক বিজেপি প্রার্থী। অভিযোগের ভিত্তিতে পূর্ব বর্ধমানের গলসির ওই বিজেপি প্রার্থীকে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, ধৃত সঞ্জয় হালদার গলসির আদড়াহাটি গ্রাম পঞ্চায়েতে বিজেপির টিকিটে লড়ছেন। গত, বৃহস্পতিবার গলসিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে নির্বাচনী সভা করেন সায়নী ঘোষ। অভিযোগ, ওই দিনই ফেসবুকে যুব তৃণমূলের রাজ্য সভানেত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন বিজেপি প্রার্থী সঞ্জয় হালদার ওরফে দুকুল। গতকাল, শুক্রবার তাঁকে গ্রেফতার করে গলসি থানার পুলিশ। ধৃত বিজেপি প্রার্থীর ২৭ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার রাতেই সঞ্জয়কে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আদালতে সরকারি আইনজীবী অভিযুক্তের জামিনের বিরোধিতা করেন। তিনি যুক্তি দেন, ওই পোস্টের জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। গন্ডগোল শুরু হয়। এর পরেও ধৃতকে জামিন দিলে এলাকায় অশান্তির সৃষ্টি হতে পারে। দু’পক্ষের সওয়াল-জবাবের পর আদালত ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। আগামী ২৭ জুন আবার ধৃতকে আদালতে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আবহে পুতিনকে শেষ করার ‘হু*মকি’ ওয়াগনার বাহিনীর