নতুন ভূমিকায় ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর দ্বিতীয় ইনিংস শুরু করলেন তিনি। খুলে ফেললেন একটি রেস্তোরাঁ। তবে ভারতে নয়, আমস্টারডামে রেস্তোরাঁ খুললেন তিনি। তাঁর রেস্তরাঁর নাম ‘রায়না’। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিজেই এই কথা জানিয়েছেন মিস্টার আইপিএল। শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলি, ঋষভ পন্থ, হরভজন সিংরা।
রেস্তোরাঁ খুলে রায়না জানিয়েছেন, ভারতীয় খাবার বিদেশের মাটিতে জনপ্রিয় করাই লক্ষ্য তাঁর। এই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় রায়না লেখেন,” আমস্টারডামে রায়না ইন্ডিয়ান রেস্তরাঁ চালু করতে পেরে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। দীর্ঘদিন ধরে আপনারা আমার খাবারের প্রতি ভালোবাসা এবং রান্নাবান্নার অ্যাডভেঞ্চার দেখেছেন। এবার আমি ভারতের বিভিন্ন অংশের সবথেকে খাঁটি এবং সুস্বাদু খাবার ইউরোপের মনে আনার চেষ্টা করব। ভারতের নানা সুস্বাদু খাবার চেখে দেখার জন্য যোগ দিন। দারুণ দারুণ জিভে জল আনা খাবারের জন্য নজর রাখুন।”
I am absolutely ecstatic to introduce Raina Indian Restaurant in Amsterdam, where my passion for food and cooking takes center stage! 🍽️ Over the years, you've seen my love for food and witnessed my culinary adventures, and now, I am on a mission to bring the most authentic and… pic.twitter.com/u5lGdZfcT4
— Suresh Raina🇮🇳 (@ImRaina) June 23, 2023
রায়নার রেস্তরাঁয় ভারতের সব রাজ্যের জনপ্রিয় খাবার পরিবেশন করা হবে। বজায় রাখা হবে খাবারের মান, প্রকৃত স্বাদ। ঐতিহ্যশালী খাবারের বৈচিত্রময় সম্ভারই রায়নার নতুন রেস্তরাঁর আকর্ষণ। অন্দরসজ্জাতেও থাকছে বিশেষ ভাবনা। ক্রিকেটপ্রেমী এবং খাদ্যরসিকদের কথা মাথায় রেখে সাজানো হয়েছে রেস্তরাঁটি।
রায়নার ক্রিকেটজীবনের উত্থান, স্মরণীয় মুহূর্তগুলিকে তুলে ধরা হয়েছে সাজসজ্জায়। থাকছে মধ্যাহ্নভোজ এবং নৈশভোজের ব্যবস্থা। চাইলে খাবার কিনেও নিয়ে যাওয়া যাবে। পাওয়া যাবে শুধুই ভারতীয় খাবার।
ক্রিকেটের জন্য ডায়েট মেনে চলতে হলেও রায়না খাদ্যরসিক হিসাবেই পরিচিত। ভারতীয় খাবারকে ইউরোপে আরও জনপ্রিয় করে তুলতে নতুন উদ্যোগ প্রাক্তন ক্রিকেটারের।
আরও পড়ুন:৩৬-এ পা মেসির, বিশ্বজয়ের পর প্রথম জন্মদিন, একনজের মেসির কিছু নজির