বীরভূমে জোট প্রার্থীর ঘর থেকে উদ্ধার বি.স্ফোরক! ধৃ.ত ৬

0
3

পঞ্চায়েত ভোটের আগে বোমা বাঁধার অভিযোগে বীরভূমের মাড়গ্রাম থেকে গ্রেফতার করা হল জোট প্রার্থী সহ আরও ৪ জনকে। মাড়গ্রাম পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে বাশ কিছু বোমা এবং বোমার উপকরণ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আবহে পুতিনকে শেষ করার ‘হু*মকি’ ওয়াগনার বাহিনীর


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত জোট প্রার্থীর নাম চমৎকার শেখ। এ ছাড়াও গ্রেফতার হওয়া অন্যান্য চার জন হলেন টম শেখ, গিয়াসউদ্দিন শেখ এবং ডিউক শেখ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে বাহিরগোড়া গ্রামে অভিযান চালায় পুলিশ।সেইসময় ওই গ্রামে একটি বাড়ির মধ্যে বোমা বাঁধার কাজ চলছিল। অভিযান চালিয়ে বাড়ির মালিক-সহ পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থল থেকে ২০টি বোমা এবং বোমা বাঁধার উপকরণ-সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। বাড়িটি সিল করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, ‘‘আমরা খবর পেয়ে গ্রেফতার করেছি আসামিদের। ওই এলাকায় আরও কোথাও বোমা মজুত করা রয়েছে কি না, তা খতিয়ে দেখছি। পাশাপাশি জেলা জুড়ে আমাদের তল্লাশি অভিযান চলছে।’’
ধৃতদের মধ্যে চমৎকার বীরভূমের হাঁসন-২ গ্রাম পঞ্চায়েতের বাম এবং কংগ্রেস জোটের প্রার্থী।তাঁকে গ্রেফতারের ঘটনায় কংগ্রেসের তরফে দাবি, প্রার্থীকে ফাঁসানো হয়েছে।