মুর্শিদাবাদে বো.মা বাঁধতে গিয়ে মৃ.ত্যু! উদ্ধার প্রচুর বি*স্ফোরক

0
3

পঞ্চায়েত ভোটের আগে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক যুবকের।শনিবার সকালে মুর্শিদাবাদের বেলডাঙায় দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, পাট চাষের জমিতে বোমা বাঁধতে গিয়ে আচমকাই বিস্ফোরণ ঘটে ঝলসে যান এক যুবক। তাঁকে তড়িঘড়ি বেলডাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ২০টি বোমা উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন:বান্ধবীর কথা শুনে লাল রিঙ্কু, সটান উত্তর কেকেআর ব‍্যাটারের
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম আলিম শেখ।তিনি , মুর্শিদাবাদের বেলডাঙার কাপাসডাঙার বাসিন্দা। স্থানীয়দের দাবি, শনিবার সকাল থেকে মজ্যেমপুরে এলাকার একটি পাটের জমিতে বোমা বাঁধছিল বেশ কয়েকজন দুষ্কৃতী। সেই সময় হঠাৎ করেই বিস্ফোরণ হয়। স্থানীয়রা বিকট শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলে ছুটে আসে বেলডাঙা থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এক যুবককে। বাকিরা পলাতক।


পঞ্চায়েত ভোটের আগে বোমা বাঁধার ঘটনায় যুবকের মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কংগ্রেসের দাবি, তৃণমূলই ভাড়া করা দুষ্কৃতী দিয়ে বোমা বাঁধার কাজ করা হচ্ছিল। যদিও তৃণমূল সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, এই দুর্ঘটনার দায় কংগ্রেসের।