পোকার বি.ষে শিশু মৃ.ত্যু, ফিরছে স্ক্রা.ব টাই.ফাসের আত.ঙ্ক!

0
2

বর্ষা আসতে না আসতেই দাপট দেখাতে শুরু করেছে স্ক্রাব টাইফাস (Scrub Typhus)। ইতিমধ্যেই বিষ পোকার থাবায় এক শিশুর মৃত্যু হয়েছে। কোলাঘাটের (Kolaghat)বাসিন্দা এই শিশুর শরীরে স্ক্রাব টাইফাসের (Scrub Typhus) সংক্রমণ হয়েছিল বলে জানান চিকিৎসকেরা। জানা যাচ্ছে হাওড়ার বাসিন্দা এক শিশুও এই ভাইরাসে আক্রান্ত হয়ে পার্ক সার্কাসের শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

চিকিৎসকেরা বলছেন এখন আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে শিশু এবং বয়স্কদের দিকে বিশেষ নজর দেওয়া দরকার। ট্রম্বিকিউলিড মাইটস (Trombiculid mites) নামে এক ধরনের পোকার কামড়ে শরীরে স্ক্রাব টাইফাস ব্যাকটেরিয়া প্রবেশ করে! প্রাথমিক ভাবে জ্বর, গায়ে-হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা, চোখের পিছনে ব্যথা,বমি, গায়ে র‍্যাশ দেখা দিলে তৎক্ষণাৎ ডাক্তারি পরামর্শ নেওয়ার কথাই বলছেন শিশু বিশেষজ্ঞরা।