পঞ্চায়েত ভোট নিয়ে কমিশনের পরিকল্পনা জানতে ফের রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রবিবার বিকেলে রাজভবনে যাওয়ার জন্য রাজ্য নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। প্রসঙ্গত এর আগেও নির্বাচন কমিশনারকে তলব করেছিলেন রাজ্যপাল। তবে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মনোনয়ন, স্ক্রুটিনির কাজে ব্যস্ত থাকায় তিনি যেতে পারেননি। এবার কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার পর তাদের মোতায়েন-সহ একাধিক বিষয় আলোচনার জন্য ফের রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবন তলব করল বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- বিরলতম! ৩৬ বছর পর ‘প্রে.গন্যান্ট ম্যানে’র পেট কে.টে বেরল যমজ ভাই






 
 
 
 































































































































