কাকভোরে ভূকম্পনে কেঁপে উঠল উত্তর ভারতের হরিয়ানা। শনিবার ভোর ৩টে বেজে ৫৭ মিনিট নাগাদ মৃদু ভূকম্পন অনুভূত হয় হরিয়ানার রোহতকে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৩.২।যদিও এই ঘটনায় এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

আরও পড়ুন:রাজ্য জুড়ে জোরকদমে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে তৃণমূল নেতৃত্ব,ব্যাপক সাড়া

ভূকম্পন সবচেয়ে বেশি অনুভূত হয় রোহতকের উত্তর পশ্চিম প্রান্তে। এই ভূকম্পের কেন্দ্র কোথায় তা এখনও স্পষ্ট নয়। ভোর এই ভূমিকম্প হয়।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে অর্থাৎ জুনের প্রথম দিকে আরও একবার মৃদু ভূকম্পনে কেঁপে উঠেছিল হরিয়ানার ঝাঁজর। ৬ জুন সকাল ৭টার সময়ে কেঁপে উঠেছিল ঝাঁজর। যদিও এতে কোনও বড় ক্ষয়ক্ষতি হয়নি। আজকের অর্থাৎ শনিবারের এই ভূকম্পেও এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
৬ জুনের ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল ঝাঁজর থেকে ১২ কিমি দূরে। তবে আজকের এই ভূকম্পন ভোর রাতে হওয়ায় অনেকেই অনুভব করতে পারেননি মৃদু কম্পন।
















































































































































