৩ রাজনৈতিক কর্মীর মৃত্যু, ভাঙড়ের ঘটনাস্থলে CID, শুরু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

0
1

পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে একাধিক জেলায় টহলদারি শুরু করে দিল কেন্দ্রীয় বাহিনী (central Force)। যদিও রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) দাবি মেনে এক লপ্তে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে না কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। শুক্রবার পর্যন্ত ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র। শনিবারও কয়েকটি কোম্পানি এসেছে।

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছে। সেই ভাঙড়ে শনিবার থেকেই রুট মার্চ শুরু করল বাহিনী। তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে ভাঙড় মহাবিদ্যালয়ে।

অন্যদিকে, ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষে তিন জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি’র হাতে। আজ, শনিবার বিকেলে কাশীপুর থানায় আসেন সিআইডির গোয়েন্দারা। বেশ কিছুক্ষণ পর থানা থেকে বেরিয়ে তাঁরা ভাঙড় বিজয়গঞ্জ বাজারের ঘটনাস্থল পরিদর্শন করেন।