মার্কিন সফরে মোদির পা ছুঁয়ে প্রণাম মার্কিন গায়িকার, মুগ্ধ দেশবাসী  

0
3

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এই মুহূর্তে মার্কিন সফরে রয়েছেন। আমেরিকার এই সফরকে ঘিরে তৈরি হচ্ছে উন্মাদনা। আমেরিকায় বহু ভারতীয় থাকায় এই সফরকে কেন্দ্র করে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিদের মধ্যে উচ্ছ্বাস-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মার্কিন সফরের শেষ দিনে জাতীয় সঙ্গীত গাওয়া হল আমেরিকার ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান বিল্ডিং এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে। জাতীয় সঙ্গীত গান বিখ্যাত গায়িকা মেরি মিলবেন (Mary Millben)। তাঁর গলায় ভারতের জাতীয় সঙ্গীত (National Anthem India) অত্যন্ত বিখ্যাত। এদিন গান শেষে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। সেই ছবি টুইটও করেছেন গায়িকা।

ইউনাইটেড স্টেটস ইন্ডিয়ান কমিউনিটি ফাউন্ডেশন (United States Indian Community Foundation) দ্বারা আয়োজিত অনুষ্ঠানে তৈরি হয় এক অন্যরকম মুহূর্ত। এদিন আফ্রিকান-আমেরিকান গায়িকা পারফর্ম্যান্স শেষে পা ছুঁয়ে আশীর্বাদ চাইলেন নরেন্দ্র মোদির। পরে আপ্লুত হয়ে টুইটও করেন গায়িকা। তিনি লেখেন, ‘এই রাতটা আমার চিরস্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ প্রধানমন্ত্রী। আপনার উদারতা এবং উষ্ণতার জন্য। আপনার জন্য গান করা আমার সম্মান। ভারত এবং বিশ্বজুড়ে ভারতীয় সম্প্রদায়কে জানাই, আমি তোমাদের ভালবাসি!’ মেরি মিলবেন একজন বিশিষ্ট আফ্রিকান-আমেরিকান হলিউড অভিনেত্রী এবং গায়িকা। তাঁর গলায় জাতীয় সঙ্গীত জন গণ মন এবং ওম জয় জগদীশ হরে ভারতে অত্যন্ত জনপ্রিয়।

তবে এদিনের অনুষ্ঠানের আগে, মিসেস মিলবেন বলেন, তিনি প্রধানমন্ত্রী মোদির জন্য ভারতীয় জাতীয় সঙ্গীত পরিবেশন করতে পেরে অত্যন্ত সম্মানিত। তিনি আরও বলেন আমেরিকা এবং ভারত উভয় দেশের সঙ্গীতই গণতন্ত্র এবং স্বাধীনতার আদর্শের সঙ্গে কথা বলে এবং এটিই মার্কিন-ভারত সম্পর্কের প্রকৃত সারমর্ম। মিলবেন আরও বলেন, তিনি পরপর চারজন আমেরিকান প্রেসিডেন্টের সামনে তাঁদের জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন। তবে এবার মোদির সামনে ভারতের জাতীয় সঙ্গীত গাইতে পেরে তিনি অত্যন্ত সম্মানিত।

মার্কিন সফরে মোদির এই অভিজ্ঞতা প্রথম নয়। এর আগেও পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস ম্যারাপে পা ছুঁয়ে প্রণাম করেন নরেন্দ্র মোদিকে। সাধারণত ভারতে রাজনৈতিক সৌজন্যের এই দৃশ্য দেখা যায় না বললেই চলে। সেক্ষেত্রে এই সম্মান প্রদর্শন যে রাজনীতিবিদদের চোখে অন্য মাত্রা পাবে তা বলাই বাহুল্য।