২০২৩ আইপিএল দেখেছে তরুণ ক্রিকেটারদের উত্থান। যশস্বী জসওয়াল থেকে রিঙ্কু সিং, নিজেদের পারফরম্যান্সে মুগ্ধ করেছে আপামর ক্রিকেটপ্রেমীকে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ পাঁচ বলে পাঁ ছক্কা মেরে রাতারাতি সুপারস্টার হয়ে যান রিঙ্কু। ফিনিশার হিসাবে টি-২০’তে তিনি আপাতত দুনিয়ার অন্যতম সেরার তকমা ছিনিয়ে নিয়েছেন। রিঙ্কু আপাতত হয়ে উঠেছেন দেশের ক্রিকেট মহলের জনপ্রীয়। সেই রিঙ্কুর কোন বান্ধবী আছে কিনা জানতে চাওয়া হলে সটান উত্তর কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটারের।
এক সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন রিঙ্কু। যেখানে রিঙ্কুর সঙ্গেই হাজির ছিলেন জাতীয় দলের প্রাক্তন তারকা মহম্মদ কাইফ। সেই অনুষ্ঠানেই রিঙ্কুকে জিজ্ঞাসা করা হয়, তাঁর বান্ধবী রয়েছে কিনা! সেই সাক্ষাৎকারে রিঙ্কু জবাব দেওয়ার আগেই জবাব দেন কাইফ। ভারতের প্রাক্তন ক্রিকেটার মজা করে বলেন, ইনস্টাগ্রামে নিজের খালি গায়ের ছবি পোস্ট করার পর থেকেই সকলে কার্যত পাগল হয়ে গিয়েছে। আর এরপরেই লজ্জায় লাল হয়ে রিঙ্কু জানিয়ে দেন, তাঁর কোনও বান্ধবী নেই। তিনি এখন সিঙ্গলই রয়েছেন।
২০২৩ আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন রিঙ্কু সিং। ১৪ ম্যাচে রিঙ্কুর ব্যাট থেকে বেরিয়েছে ৪৭৪ রান। চারটে অর্ধশতরানও করেন তিনি। সিজনে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৬৭ নটআউট।
আরও পড়ুন:আগামিকাল কলকাতা লিগে সাদার্নের সামনে DHFC