রাজ্যের সচিবালয় নবান্নের অন্দরের নিরাপত্তা আরও জোরদার করতে প্রবেশ পথে এবং ভিতরে অত্যাধুনিক হেড কাউন্টিং ক্যামেরা বসানো হল। নবান্নে কতজন মানুষ আসছেন তার যথাযথ তথ্য এই ক্যামেরার মাধ্যমে পাওয়া যাবে ৷ ‘নির্ভয়া প্রকল্প’-এর আওতাধীন একটি সুরক্ষা প্রকল্পের আওতায় এই হেড কাউন্টিং ক্যামেরা বসানো হচ্ছে বলে জানা গেছে।

প্রশাসনিক সূত্রের খবর, এই ক্যামেরার যাবতীয় তথ্য সার্ভার মারফত কম্পিউটার এবং কন্ট্রোল রুমে পাওয়া যাবে। মূলত নবান্নের ভিতরে প্রতিদিন কত লোক আসছেন, তার একটি পরিসংখ্যান জানার জন্যই এই উদ্যোগ। আপাতত পরীক্ষামূলকভাবে ক্যামেরা বসানো হয়েছে। পরবর্তীকালে নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজ্যের অন্যান্য প্রশাসনিক দফতরেও এই ক্যামেরা বসানো হতে পারে বলে খবর।
আরও পড়ুন- স্কুল শিক্ষকদের বকেয়া প্রাপ্য মিটিয়ে দেওয়ার নির্দেশ রাজ্যের








































































































































