বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে(Central Agensy) প্রয়োগ করে মোদি সরকারের দাঁত-নখ বের করার ঘটনা নতুন নয়। দেশের অন্দরে এই প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে বারবার গর্জে উঠেছে বিরোধীরা(Opposition)। তবে নরেন্দ্র মোদির(Narendra Modi) তরফে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার বন্ধ হয়নি। দেশের প্রধানমন্ত্রীর এজেন্সি প্রেম এবার ফুটে উঠল আমেরিকার মাটিতেও। আমেরিকার(America) কংগ্রেসে বক্তব্য রাখতে গিয়ে ‘Investing’ অর্থাৎ ‘বিনিয়োগ’ বলতে গিয়ে মোদি বলে বসলেন ‘Investigating’ অর্থাৎ ‘তদন্ত’। প্রধানমন্ত্রীর সেই ভাষণের ভিডিও প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই কটাক্ষ করতে শুরু করেছে দেশের বিরোধী দলগুলি। ঘটনার ভিডিও তুলে ধরে কটাক্ষ করেছে বাংলার শাসকদল তৃণমূল।
তৃণমূলের তরফে যে ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে, সেখানে ‘investing'(বিনিয়োগ) শব্দের পরিবর্তে মোদিকে বলতে শোনা যাচ্ছে, “I belive that ‘INVESTIGATING’(তদন্তকারী) in a girl child…” আসলে প্রধানমন্ত্রী বলতে চেয়েছিলেন, “আমি বিশ্বাস করি শিশু কন্যার উপর অর্থ ব্যয়ে….” কিন্তু নরেন্দ্র মোদির মুখে সর্বক্ষণ লেগে থাকা ‘INVESTIGATING agencie’ মুখ ফসকে বেরিয়ে গেল মার্কিন কংগ্রেসে । এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছে তৃণমূল। তাঁদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লেখা হয়েছে, “এটা কি শুধু মুখ ফস্কানো? আসলে তদন্তকারী সংস্থাগুলির প্রতি মোদির স্নেহ প্রকাশ্যে চলে এসেছে। তাই ‘investing'(বিনিয়োগ) শব্দের পরিবর্তে মোদিকে বলতে শোনা যাচ্ছে ‘INVESTIGATING’(তদন্তকারী)।”
Oops!
Did he just let it slip?
PM @narendramodi’s ‘fondness’ for INVESTIGATING agencies comes to the fore!
Instead of ‘investing,’ he spoke about ‘INVESTIGATING’ in a girl child.
Waah Modiji Waah! pic.twitter.com/FzIuMkSaVZ
— All India Trinamool Congress (@AITCofficial) June 23, 2023
উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ জুন), মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্ক, আন্তর্তজাতিক অর্থনীতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অন্যান্য আন্তর্জাতিক চ্যালেঞ্জ-সহ বিভিন্ন বিষয় উঠে আসে তাঁর বক্তৃতায়। ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যতের বিষয়েও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন প্রধানমন্ত্রী। তবে সাজানো ভাষণে সবকিছু ঠিক থাকলেও, বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অস্ত্র ‘কেন্দ্রীয় এজেন্সি’র প্রতি মোদির প্রেম ধরা পড়ল ‘মুখ ফস্কানো’য়।