বহরমপুরে অ্যাপোলো ক্লিনিকের সঙ্গে ‘দ্য কর্ণ’র যৌথ উদ্যোগে WIDEX-এর এক্সক্লুসিভ সেন্টারের উদ্বোধন  

0
4

মুর্শিদাবাদের বহরমপুরে অ্যাপোলো ক্লিনিকের সাথে ‘কর্ণ’র যৌথ উদ্যোগে ডেনমার্কের অন্যতম নামী কোম্পানি WIDEX-এর এক্সক্লুসিভ সেন্টারের উদ্বোধন হল। গত ২০জুন, রথযাত্রার দিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসক শোভন বন্দ্যোপাধ্যায় এবং’দ্য কর্ণ’র ডাইরেক্টর নবনীতা সেনগুপ্ত।

এই প্রথম নয়, ২০২০ সাল থেকেই সংস্থা বহরমপুরে সুনামের সঙ্গে পরিষেবা দিচ্ছে।সিগনিয়া ভারতবর্ষের প্রধান এবং প্রথম হিয়ারিং এডস ব্র্যান্ড, তার বেস্ট সাউন্ড সেন্টার ইতিমধ্যেই সংস্থার আছে।সংস্থার তরফ থেকে জানা গিয়েছে, অ্যাপোলো ক্লিনিকের সঙ্গে গাঁটছড়া বেধে ওয়াইড এক্স-এর এক্সক্লুসিভ সেন্টার উদ্বোধনের উদ্দেশ্য, বহরমপুরের মানুষের কাছে আরও দ্রুত সঠিক, অত্যাধুনিক শ্রবণ সহায়ক পরিষেবা পৌঁছে দেওয়া।