সাতসকালে শহরে র.ক্তাক্ত দে.হ উদ্ধার, ঘটনাস্থলে গল্ফগ্রিন থানার পুলিশ

0
1

শুক্রবার সকালে কলকাতার বিজয়গড়ে (Bijaygarh,Kolkata) অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ৮/৯১/এ , বিজয়গড় ঠিকানায় একটি ফাঁকা মাঠে দেহ থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। ওই মাঠ সংলগ্ন বাড়ির লোকেরা বলছেন তাঁরা মৃত ব্যক্তিকে চেনেন না। মৃতের শরীরে বিশেষ করে গলা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অন্য কোথাও খুন করে এই ফাঁকা জায়গায় তাঁর দেহ ফেলে রাখা হয়েছে। তদন্ত শুরু করেছে গল্ফগ্রিন থানার পুলিশ (Golfgreen Police Station)।