থমথমে আদ্রা, তৃণমূল নেতা খু.নের প্রতি.বাদে সকাল থেকে রাস্তা অব.রোধ

0
3

বৃহস্পতিবার রাতে পুরুলিয়ায় (Purulia) তৃণমূল নেতাকে গুলি করে খুনের ঘটনা ঘটেছে । আদ্রায় (Adra) পার্টি অফিসেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তৃণমূলের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবেকে(Dhananjay Choubey)। আহত হন তাঁর দেহরক্ষীও। এর প্রতিবাদে আজ সকাল থেকেই পুরুলিয়ার আদ্রায় অবরোধ শুরু হয়েছে। তৃণমূল কর্মী সমর্থকেরা সব দোষীদের প্রকৃত শাস্তির দাবি তুলেছেন। আদ্রা স্টেশন রোড চত্বরে সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে।

শুক্রবার সকাল থেকেই টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করা হয়। যার জন্য যান চলাচল সামান্য হলেও ব্যাহত হয়। আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে বলেই পুলিশের তরফে জানানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তৃণমূল নেতা খুনে কংগ্রেস নেতা সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।