এখনও স্বাভাবিক নয়! রবিবার ফের বাতিল দক্ষিণ-পূর্ব রেলের ২১টি ট্রেন

0
1

দক্ষিণ-পূর্ব রেলে প্রতিদিন একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের ঘটনা চলছেই। রবিবারও ২১টি গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন বাতিল করল রেল কর্তৃপক্ষ। এর মধ্যে হাওড়া-পুরী শতাব্দী, শালিমার-হায়দরাবাদ ইস্টকোস্ট এক্সপ্রেস, হাওড়া-তিরুপতি এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন রয়েছে। শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি জারি করে রেলের তরফে একথা জানানো হয়েছে। করমণ্ডলের দুর্ঘটনাস্থল বাহানগা বাজার স্টেশনে রেললাইন রক্ষণাবেক্ষণের কাজের কারণে এই ট্রেনগুলি রবিবার বাতিল করেছে রেল। কবে থেকে সব ট্রেন আবার স্বাভাবিকভাবে চলাচল করবে, রেলের তরফে সেকথা এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন- মানুষের আশীর্বাদে প্রতিটি পঞ্চায়েতেই বোর্ড গঠন করবে TMC: আশাবাদী কুণাল