পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এবার উত্তপ্ত পুরুলিয়া। ভর সন্ধ্যেবেলায় আদ্রায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে চালানো হলো গুলি। ঘটনায় গুরুতর জখম হয়ে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছেন আদ্রা (Adra)টাউন তৃণমূল(TMC) সভাপতি ধনঞ্জয় চৌবে। তাঁর নিরাপত্তা রক্ষীও গুলিবিদ্ধ বলে জানা গিয়েছে। এই প্রাণঘাতী হামলায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে।
জানা গিয়েছে, ধনঞ্জয় চৌবে(Dhananjay chaube) আদ্রার পাণ্ডে মার্কেটের কাছে দলীয় কার্যালয়ে বসেছিলেন। তখন আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চলে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তাঁকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন নিরাপত্তা রক্ষীরাও। লুটিয়ে পড়়েন তাঁরা। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে রঘুনাথপুর (Raghunathpur) সুপার স্পেশ্য়ালিটি হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, গুরুতর আহত ধনঞ্জয় চৌবে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সেমি অটোমেটিক রাইফেল থেকে গুলি ছোঁড়া হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসাবশত এই গুলি চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, ধনঞ্জয় চৌবে আদ্রা টাউন তৃণমূলের সভাপতি। দলের রাজ্য সাধারণ সম্পাদক স্বপন বেলথরিয়ার ঘনিষ্ঠ। এলাকার দাপুটে নেতা হিসেবেই পরিচিত তিনি। তাঁর উপর এমন হামলায় স্বাভাবিকভাবেই চাঞ্চলও ছড়িয়েছে।