তৃণমূলের দখলে মোহনপুর গ্রাম পঞ্চায়েত, সবুজ আবিরে বিজয় উৎসব

0
2

আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে ত্রিস্তরের একাধিক আসনে জয়লাভ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। এবার গোটা একটা পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। ভোটের আগেই উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁর মোহনপুর গ্রাম পঞ্চায়েত ঘাসফুল শিবিরের দখলে। ২০১৮ সালের পর এবারও ওই পঞ্চায়েত নিজেদের দখলে নিল তৃণমূল।

জানা গিয়েছে, মোহনপুর পঞ্চায়েতে এবার ১৯টি গ্রামসভার আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিল তৃণমূল। গত, মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উনিশটির মধ্যে ১৩টি আসনে তৃণমূল ছাড়া আর অন্য কোনও রাজনৈতিক দলের মনোনয়ন জমা পড়েনি। ওই ১৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থীরা। মাত্র ৬টি আসনে ভোট হবে সেখানে। ফলে মোহনপুর গ্রাম পঞ্চায়েতে সংখ্যা গরিষ্ঠতা পেয়ে গিয়েছে তৃণমূল। বোর্ড গঠন এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।

পাশাপাশি এই গ্রাম পঞ্চায়েতেই রয়েছে তিনটি পঞ্চায়েত সমিতির আসন। তার মধ্যেও দু’টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। ভোটের আগেই এই জয়লাভের জন্য মোহনপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে প্রার্থীরা সহ তৃণমূল কর্মী-সমর্থকরা সবুজ আবিরে বিজয় উৎসব পালন করেন।