ঢালাও বদলি রেলে: গাফিলতি না থাকলে কেন এই পদক্ষেপ? প্রশ্ন কুণালের, খোঁচা শুভেন্দুকেও

0
1

করমন্ডল এক্সপ্রেসে(kadmandal express) ভয়াবহ দুর্ঘটনা ও মৃত্যু মিছিলের পর দুই আধিকারিকের কথোপকথন প্রকাশ্যে এনেছিল তৃণমূল(TMC)। যেখানে দুর্ঘটনার কারণ হিসেবে অন্তর্ঘাতকেই দায়ী করেছিলেন দুই শীর্ষ অধিকারীক। প্রকাশ্য এসেছিল রেলের গাফিলতির কথা। যদিও সরকারিভাবে দায় স্বীকার আজও করেনি মোদি সরকার। সিবিআইয়ের(CBI) হাতে তদন্ত সঁপে দিয়ে ঝেড়ে ফেলা হয়েছে দায়। এরই মাঝে বৃহস্পতিবার বড়সড় রদবদল হলো রেলে। সেই তথ্য প্রকাশ্যে এনে প্রশ্ন ছুঁড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। জানালেন, নিজেদের গাফিলতি না থাকলে এত বড় বদলি কেন? একইসঙ্গে অডিও ক্লিপ ফাঁস নিয়ে শুভেন্দুর যা বলেছিলেন, তার কতদূর এগোলো জানতে চেয়ে কটাক্ষ করলেন কুণাল।

জয়পুর, কলকাতা, প্রয়াগরাজ, গুয়াহাটির একাধিক শীর্ষ পদাধিকারীককে বৃহস্পতিবার বদলির নোটিশ দিয়েছে ভারতীয় রেল। আর সেই নোটিসের কপি টুইটারে তুলে ধরে রেলের দিকে আঙুল তুলে কুণাল ঘোষ লেখেন, “বালেশ্বরের বাহানাগা বাজারে তিন ট্রেনের ভয়াবহ সংঘর্ষ ও মৃত্যুমিছিলের পর আজ আচমকা রেলে ঢালাও বদলি। যদি নিজেদের গাফিলতি না থাকবে, তাহলে এতবড় বদলি কেন?” এর পাশাপাশি রেল দুর্ঘটনার পর দুই আধিকারিকের কথোপকথনের রেকর্ড প্রকাশ্যে এনেছিলেন কুণাল ঘোষ। যেখানে পরিষ্কারভাবে রেলের আধিকারিককে বলতে শোনা যায়, এই ঘটনা কোনোভাবেই যান্ত্রিক ত্রুটির জন্য নয়। পুরোপুরি গাফিলতির জন্য ঘটেছে।

সেই অডিও ক্লিপ প্রকাশ্যে আনার জন্য তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ওড়িশায় দুর্ঘটনাস্থলে গিয়ে শুভেন্দুকে বলতে শোনা গিয়েছিল কীভাবে দুই আধিকারিকের কথোপকথন প্রকাশ্যে এলো তার তদন্ত হবে। রাজ্য সরকারের বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগও তুলেছিলেন শুভেন্দু। সে প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করে কুণাল লেখেন, “Hello গদ্দার, কেন্দ্রের সার্কুলার আমাদের কাছেও আসে। অডিও ক্লিপ ফাঁস নিয়ে যে এত হুমকি আর কাঠি দিলে, তার কিছু এগলো?”