ফের হাসপাতাল থেকে ম.রণঝাঁপ! জলপাইগুড়িতে ম.র্মান্তিক পরিণতি যুবকের

0
2

কলকাতার মল্লিকবাজারের (Mullickbazar) দুর্ঘটনার পুনরাবৃত্তি এবার জলপাইগুড়িতে (Jalpaiguri)। মল্লিকবাজারের ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সের (Institute of Neurosciences) মতোই এবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ অ্যান্ড সুপার স্পেশ্যালিটি হাসপাতালের (Jalpaiguri Medical College and Super specialty Hospital) দশতলা থেকে ঝাঁপ দিল এক যুবক। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক নানা সমস্যার জেরেই আত্মহত্যার (Suicide) পথ বেছে নেন ওই যুবক। তবে ঠিক কী কারণে ওই যুবক আত্মহত্যার পথ বেছে নিলেন তার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি থানার পুলিশ (Jalpaiguri Police)। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সন্তোষ শাহ। তিনি বানারহাটের বাসিন্দা। পেশায় মাছ ব্যবসায়ী।

মৃতের পরিবার সূত্রে খবর, সন্তোষের শারীরিক নানা সমস্যা থাকা সত্ত্বেও নিয়মিত মদ্যপান করতেন তিনি। তবে দিনকয়েক আগে জ্বর হয় তাঁর। তারপরই জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ অ্যান্ড সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। এরপরই চিকিৎসকরা কিডনি, লিভারের সমস্যার কথা জানান। তবে চিকিৎসার পর তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন বলেই দাবি পরিবারের। জানা গিয়েছে, এদিন ওই হাসপাতালের দশতলা থেকে প্রথমে ছ’তলা থেকে ঝাঁপ দেন সন্তোষ। সেখান থেকে তাঁকে উদ্ধার করা হয়।

 

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বৃহস্পতিবার সকালে উইথড্রল সিনড্রোম শুরু হয় সন্তোষের। এরপরই কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং হাসপাতাল কর্মীদের বাধা কার্যত অমান্য করেই ছ’তলার পাইপ লাইনে উঠে পড়েন যুবক। কিন্তু আচমকাই কিছুক্ষণের মধ্যে যুবকের হাত ফসকে পড়ে যায়। পরে চিকিৎসা শুরু হলেও বাঁচানো যায়নি তাঁকে।