মার্কিন সফরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এদিন ভারতের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসে জাঁকজমকপূর্ণভাবে স্বাগত জানালেন সেখানকার রাষ্ট্রপতি জো বাইডেন(Joe Biden)। প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হলো ১৯ টি গান স্যালুটে। পাশাপাশি বাজলো দুই দেশের জাতীয় সংগীত। বাইডেনকে পাশে নিয়ে মোদি বার্তা দিলেন, বিশ্বশান্তির জন্য একযোগে কাজ করবে ভারত ও আমেরিকা।

এদিন আমেরিকার মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্কের ভিত্তি গণতান্ত্রিক মূল্যবোধের উপরে দাঁড়িয়ে। দুই দেশেরই সংবিধান শুরু হয় ‘উই দ্য পিপল’ উচ্চারণের মধ্যে দিয়ে। দুই দেশই নিজেদের বৈচিত্র নিয়ে গর্বিত। করোনা পরবর্তী যুগে পৃথিবী যেন নতুন আকার নিচ্ছে। বৈশ্বিক কল্যাণ, বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য আমরা একযোগে কাজ করতে ঐক্যবদ্ধ।” অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে বলতে শোনা যায়, “আমি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলাম তখন থেকেই আমরা একসঙ্গে অনেক সময় একসঙ্গে কাটিয়েছি। আর আমি প্রেসিডেন্ট হওয়ার পর সত্যের ভিত্তিতে আমাদের একটা সম্পর্ক গড়ে উঠেছে। এই মুহূর্তে বিশ্ব পরিস্থিতির দিকে তাকিয়ে ভারত ও আমেরিকার একযোগে কাজ করা খুব দরকার।”

ভারতের প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে এদিন কোনো কসুর করেনি হোয়াইট হাউস। ১৯ টি গান স্যালুটের পাশাপাশি, মার্কিন প্রথা মেনে গার্ড অফ অনার দেওয়া হয় মোদিকে। ভারত ও আমেরিকা, দুই দেশের পতাকা হাতে নিয়ে কুচকাওয়াজ করে মার্কিন সেনা।
















































































































































