ফের খড়গপুর আইআইটি-তে ছাত্র মৃ.ত্যু!

0
3

বাইশ বছর বয়সী আইআইটি ছাত্রের (IIT Student) মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো খড়গপুর আইআইটি-তে (Kharagpur IIT)। মৃত ছাত্র ভিন রাজ্যের বাসিন্দা, নাম সূর্য দীপান (Surya Dipan)। বুধবার রাতে ক্যাম্পাসের RK হল থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে হৃদরোগের কারণেই ঐ ছাত্রের মৃত্যু হয়েছে।

কিছুদিন আগে ফাইজান নামের ছাত্রের মৃত্যুতে তোলপাড় হয় ক্যাম্পাস। সেই রেশ কাটতে না কাটতে ফের ছাত্র মৃত্যুর কারণে শিরোনামে খড়গপুর আইআইটি মতন শিক্ষা প্রতিষ্ঠান। ঐ ছাত্র কেরালার (Kerala) তিরুবন্তপুরমের বাসিন্দা, তিনি ইন্টার্নশিপ করতে আসেন আইআইটি-তে আসেন বলে জানা যাচ্ছে। মৃত্যু ঘিরে রহস্য বাড়ায় দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।