ফের প্রকাশ্য দিবালোকে যুবককে কু.পিয়ে খু.ন! হায়দরাবাদে চা.ঞ্চল্য

0
3

অবৈধ সম্পর্কের জের নাকি পিছনে অন্য কোনও কারণ? ফের প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করা হল এক যুবককে। আর এমন ভয়ানক হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হায়দরাবাদে (Hyderabad)। পুলিশ সূত্রে খবর, হায়দরাবাদের আজমপুরা চাঁদেরঘাট এলাকায় বুধবার ধাওয়া করে হত্যা করা হয় বছর তিরিশের এক যুবককে। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম ইউসুফ। তিনি পেশায় অটো চালক (Auto Driver)। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অবৈধ সম্পর্কের জেরেই খুন হতে হয়েছে ওই ব্যক্তিকে। ভয়াবহ ওই খুনের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবক পেশায় অটোরিকশা চালক। তিনি বুধবার দুপুরে বাইকে করে যাচ্ছিলেন। আর ঠিক সেই মুহূর্তেই ইউসুফকে ধাওয়া করে দুই দুষ্কৃতী। পরে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ভরা রাস্তার মধ্যেই ইউসুফকে এলোপাথাড়ি কোপাতে থাকে দুষ্কৃতীরা। আহত ইউসুফ রাস্তায় পড়ে থাকলেও তাঁকে কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেননি। এরপর রক্তাক্ত যুবককে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার জেরে রাস্তাতেই বেঘোরে প্রাণ হারান ইউসুফ।

পুলিশ সূত্রে খবর, আক্রমণকারী ওই দুই দুষ্কৃতী ইউসুফের প্রতিবেশী আক্রম এবং সোহেল। তবে ঠিক কী কারণে ইউসুফকে খুন করা হল তা নিয়ে ধন্ধে পুলিশ।