চোর সন্দেহে নির্ম*ম অত্যাচার, মৃ.ত ২৩ বছরের তরুণী !

0
2

গাজিয়াবাদে (Ghaziabad) চোর সন্দেহে এক তরুণীর উপর নির্মম অত্যাচার করার অভিযোগ আত্মীয়দের বিরুদ্ধে। ধারাল ব্লেড এবং লোহার রড দিয়ে তাঁকে আঘাত করা হয়েছে বলে জানা যাচ্ছে। অত্যাচারের মাত্রা এতই তীব্র ছিল যে ২৩ বছরের তরুণীর শেষমেশ মৃত্যু হয়। তদন্তকারী পুলিশ অফিসারদের সূত্রে জানা গিয়েছে ২৩ বছর বয়সি নিহত তরুণী সামিনা গাজিয়াবাদের সিদ্ধার্থ বিহারে (Siddharth bihar) তাঁর আত্মীয় হেনা এবং রমেশের বাড়িতে এসেছিলেন জন্মদিনের অনুষ্ঠান। বার্থ ডে পার্টির শেষে বাড়ি থেকে ৫ লক্ষ টাকার গয়না মিসিং বলে অভিযোগ ওঠে ৷ এরপরই ঐ তরুণীকে সন্দেহের বশে মারধর করা শুরু হয়। তরুণীর আর্ত চিৎকার যাতে বাইরে কারওর কানে না পৌঁছয় তাই জোরে মিউজিক বাজানো হয় বলে অভিযোগ। প্রতিবেশীদের থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্তে এসে পুলিশ ওই তরুণীর নিথর দেহ উদ্ধার করে। অভিযুক্তরা পলাতক ৷

মৃতার দেহের আঘাত দেখে পুলিশের প্রাথমিক অনুমান ব্লেড দিয়ে ফালাফালা করে দেওয়া হয় তরুণীর দেহ। টানা দুদিন চলে অত্যাচার। আঘাতের জেরেই মৃত্যু বলে অনুমান করা হচ্ছে। অভিযুক্তদের সন্ধানের পাশাপাশি পুলিশ তদন্ত শুরু করেছে।