কোউইন অ্যাপের তথ্য ফাঁস, বিহার থেকে গ্রেফতার ১ অভিযুক্ত

0
1

কোউইন অ্যাপের(CoWIN) দেশবাসীর দেওয়া তথ্য ফাঁস হয়ে যাচ্ছে টেলিগ্রাম অ্যাপে। গত কয়েকদিন ধরে এই অভিযোগে সরগরম জাতীয় রাজনীতি। এই ঘটনার তদন্তে নেমে এবার দিল্লি পুলিশের(Delhi Police) গ্রেফতার করল এক অভিযুক্তকে। বিহার(Bihar) থেকে গ্রেফতার করা হওয়া ওই ব্যক্তি কোউইন অ্যাপ থেকে তথ্য টেলিগ্রামে আপলোড করত বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক বিহারের বাসিন্দা। কোউইনের ডেটাবেস নিয়ম বহির্ভূতভাবে সে অ্যাকসেস করতে পারত। এই ব্যক্তিই তথ্য ফাঁসে যুক্ত বলেই দাবি পুলিশের। তবে এর পিছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, করোনা কালে বহু চর্চিত একটি অ্যাপ হল কোউইন। ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে নাম নথিভুক্ত করতে হত এই অ্যাপের মাধ্যমেই। কেন্দ্রের তরফেও জানানো হয়েছিল, এই অ্যাপটি একেবারেই নিরাপদ।

তবে সম্প্রতি অভিযোগ ওঠে এই অ্যাপ থেকে দেশবাসীর দেওয়া সমস্ত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে টেলিগ্রামে। এমনকি দেশের ভিভিআইপিতে সমস্ত তথ্য ফাঁস হওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে এনে প্রথম সরব হয় তৃণমূল। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন গোটা ঘটনার তদন্ত চেয়ে এফআইআর দায়ের করেন কলকাতা পুলিশে। পাশাপাশি কেন্দ্রের তরফে ও বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়। ঘটনার তদন্ত নেমেই এবার বিহার থেকে গ্রেফতার করা হলো এক অভিযুক্তকে।