ফুটবলে গোলের হ্যাটট্রিক, ক্রিকেটে বোলারের, তাই বলে চাঁদ মামা কি ফেলনা নাকি? এবার রাতের আকাশে চাঁদের সুপার ইনিংস শুরু। আগামী তিন মাস ব্যাক টু ব্যাক সুপারমুন (Super Moon) দেখবেন আপনি। বছরের প্রথম সুপারমুন (Super Moon) দেখা যাবে ৩ জুলাই। এর পরে ফের ২ অগস্ট এবং তৃতীয়বারের জন্য ২৯ সেপ্টেম্বর দেখা যাবে দৈত্যাকার চাঁদ। মানে তিন মাসে তিন বার সুপারমুন দেখার সুযোগ থাকছে। গল্প এখানেই শেষ নয়, এখনও আছে ব্লু মুনের (Blue Moon) অধ্যায়।


জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, কোনও মাসে দু’বার পূর্ণিমার চাঁদ দেখা গেলে দ্বিতীয় পূর্ণিমার পূর্ণচন্দ্রকেই সাধারণত ‘ব্লু-মুন’ বলা হয়। এবছর আগস্টের শেষ দিনেই নীল চাঁদের দর্শন মিলবে। বিজ্ঞান বলছে পৃথিবীর চার দিকে উপবৃত্তাকার পথে ঘোরার সময়ে চাঁদ কখনও পৃথিবীর খুব কাছে এসে পড়ে। এই সময়ে পৃথিবী ও চাঁদের মাঝের দূরত্ব তিন লক্ষ ছাপ্পান্ন হাজার কিলোমিটার থেকে তিন লক্ষ সত্তর হাজার কিলোমিটারের মধ্যে থাকে বলে মনে করা হয়। এই ঘটনার সময়ে যদি কোনও কারণে পূর্ণিমা পড়ে, তা হলে চাঁদের চাকতি অন্য পূর্ণিমার তুলনায় বড় দেখতে লাগে। একেই সুপারমুন বলে। তাহলে এই বছর ব্যাক টু ব্যাক চাঁদের ক্যারিশমা দেখার সুযোগ।










































































































































