অনুব্রতহীন বীরভূমেও হাজারের বেশি আসন বিনা প্রতিদ্ব*ন্দ্বিতায় জয়ী তৃণমূল

0
2

জেলবন্দি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তবে তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা গড়হাজিরাতেও কোনও রাজনৈতিক প্রভাব পড়ল না।এবার পঞ্চায়েতে ভোটগ্রহণের (Panchayet Election) আগেই অনুব্রতহীন বীরভূমে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ মিলিয়ে হাজারেরও বেশি আসনে জয়লাভ করল শাসক দল তৃণমূল কংগ্রেস।

বীরভূম তৃণমূলে অনুব্রত মণ্ডল ছিলেন শেষকথা। তাঁর নেতৃত্বে ও নজরদারিতেই ভোট হতো বীরভূমে। সেই অনুব্রত এখন তিহাড় জেলে। কিন্তু তাঁর অনুপস্থিতিতে বীরভূমে তৃণমূলের এমন ফলাফল বলে দিচ্ছে এই জেলায় বিরোধীদের সংগঠন বলো কিছুই নেই।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এবার ভোটের আগেই জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত মিলিয়ে মোট ১০১৯ আসনে জয়লাভ করেছে তৃণমূল। গ্রাম পঞ্চায়েতের ৮৯১, পঞ্চায়েত সমিতির ১২৭ ও জেলা পরিষদের ১ আসনে জয়লাভ করেছে ঘাসফুল শিবির।