আগ্নে.য়াস্ত্র-সহ পুলিশের জালে ভাদু শেখ খু.নের মূল অভিযুক্ত

0
2

পুলিশের জালে ভাদু শেখ খুনের মূল অভিযুক্ত। বুধবার রাতে বীরভূমের বিষ্ণুপুর গ্রামে আগ্নেয়াস্ত্র-সহ নিউটন শেখকে গ্রেফতার করে মাড়গ্রাম থানার পুলিশ।আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হবে। তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।সম্প্রতি তিনি বিয়ে করেছিলেন। আর সেই বউয়ের টানেই বাড়ি ফিরেছিলেন।বা্ড়ি ফিরতেই তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।গত এক বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।

প্রসঙ্গত, গত বছর ২১ মার্চ খুন হন বরশাল গ্রামের তৃণমূলের প্রাক্তন উপপ্রধান ভাদু শেখ।এফআইআরের দু’নম্বরে নাম ছিল নিউটন শেখের।জানা গিয়েছে, গত দু-তিনদিন আগে মাড়গ্রাম থানার বিষ্ণুপুর গ্রামে নতুন বউয়ের কাছে এসেছিলেন ভাদু শেখ।বিশেষ সূত্রে সেই খবর পেয়ে বুধবার রাতে বাড়িতে হানা দেয় পুলিশ।গ্রেফতারের সময় তার কাছে একটি বন্দুক ও একটি কার্তুজ পায় পুলিশ।নিউটন শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এর আগে এই ভাদু শেখের খুনের ঘটনায় পলাশ বগটুই গ্রাম থেকে ফয়জল শেখ ওরফে পলাশ শেখকে গ্রেফতার করা হয়। তৃণমূল উপপ্রধানের খুনের ঘটনার পর থেকেই পলাতক ছিল পলাশ।