চিনের নামকরা রেস্তরাঁর ভয়া.বহ বিস্ফো.রণ! ঝল.সে মৃ.ত ৩১

0
1

রেস্তরাঁয় গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হল অন্তত ৩১ জনের। আহত বহু। অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে। চিনের নিংজ়িয়া হুই স্বয়ংশাসিত এলাকার রাজধানী ইনচুয়ানে বিস্ফোরণটি ঘটে বুধবার স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিট নাগাদ।সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। স্থানীয় সময় ভোর ৪টে নাগাদ উদ্ধারকাজ শেষ হয়।

আরও পড়ুন:রাজ্য নির্বাচন কমিশনারের পদ ছাড়ছেন? কী জানাচ্ছেন রাজীব সিনহা

‘ড্র্যাগন বোট ফেস্টিভ্যাল’ উপলক্ষে একটি নামকরা রেস্তরাঁয় ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। আচমকাই রেস্তরাঁর রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। তাতে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

বিস্ফোরণের পরই উদ্ধারে ছুটে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত উদ্ধারকাজে জোর দেন। আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আহতদের মধ্যে সাত জনের আঘাত গুরুতর। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। দু’জনের শরীরের বড় অংশ পুড়ে গিয়েছে। দু’জন বিস্ফোরণের পর কাচ বিঁধে আহত হয়েছেন। সকলকেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন মনে করছে, মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।