বহরমপুরে অ্যাপোলো ক্লিনিকের সঙ্গে ‘কর্ন’র যৌথ ইউনিটের পথ চলা শুরু

0
4

মুর্শিদাবাদের বহরমপুরে অ্যাপোলো ক্লিনিকের সাথে ‘কর্ন’র যৌথ ইউনিটের উদ্বোধন হল। মঙ্গলবার, ২০জুন, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানান শ্রেনীর বিশিষ্ট অতিথিরা।

‘দ্য কর্ন’র কর্ণধার সৌমিত্র গুপ্ত বলেন, অ্যাপোলো ক্লিনিকের সঙ্গে আমাদের এই গাঁটছড়া মানুষের কাছে আরও দ্রুত সঠিক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে । সেই লক্ষ্য আমরা পূরণ করতে পারলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে।