মণিপুর নিয়ে ‘নীরব’ মোদি! নামের ব্যাখ্যা করে টুইট খোঁ.চা তৃণমূলের

0
3

দেড় মাসে পার। এখনও চলছে মণিপুরের হিংসার ঘটনা। ৩ মে থেকে এক দু’দিন বাদে রোজই হিংসার আগুনে জ্বলেছে বিজেপি শাসিত পাহাড়ি রাজ্যটি। মৃত্যু ১০০ ছাড়িয়েছে। এলাকা ছাড়া পঞ্চাশ হাজারের বেশি পরিবার। অথচ মোদি আছেন মোদিতেই! একটি টুইট করেও রাজ্যবাসীকে শান্তি ফেরানোর আর্জি জানাননি। মণিপুর নিয়ে বৈঠক করেছেন বলেও খবর নেই। উল্টে মঙ্গলবার ৬ দিনের মার্কিন সফরে পাড়ি দিলেন প্রধানমন্ত্রী। এবার প্রধানমন্ত্রীর এই বিচিত্র অবস্থান নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল।

মঙ্গলবার টুইটে মণিপুরের হিংসা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে টুইটে বলা হয়, মণিপুর হিংসার আগুনে জ্বলছে। সেখানে প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ গৃহহীন। সেখানের মানুষজন কয়েক সপ্তাহ ধরে আপনাকে খুঁজছে। আর এই অবস্থায় আপনি ব্যস্ত আপনার মার্কিন সফর নিয়ে। পাশাপাশি প্রধানমন্ত্রীর নামেরও ব্যাখ্যা করেছে তৃণমূল। টুইটে বলা হয়েছে

MODI যার অর্থ-

M – Mute (নিঃশব্দ),

O – Oblivious (বিস্মৃত),

D – Detached (বিচ্ছিন্ন)

I – Indifferent (উদাসীন)।

 

প্রসঙ্গত মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে মণিপুরে সেনা, আধা সেনা এবং স্থানীয় ও আশপাশের রাজ্যের পুলিশ মিলিয়ে প্রায় এক লাখ জওয়ান মোতায়েন আছে। তারপরও কেন হিংসার লাগাম পরানো যাচ্ছে না নিরাপত্তা আধিকারিকেরা তার কোনও ব্যাখ্যা দিতে পারছেন না।

আরও পড়ুন- বৈবাহিক শারী.রিক সম্পর্ক নিয়ে ২টি ধারায় চা.ঞ্চল্যকর রায় কেরালা হাইকোর্টের!