এলাকা দখলকে কেন্দ্র করে উ.ত্তপ্ত দেগঙ্গা! চলল গু.লি, বো*মা

0
1

সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে এলাকায় পতাকা লাগানোকে কেন্দ্র করে ISF এবং দুষ্কৃতীর মধ্যে সংঘর্ষ বাধল দেগঙ্গার হড়পুকুর এলাকায়।বোমাবাজির সঙ্গে চলে গুলিও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। ঘটনায় জখম হয়েছেন অন্তত ৫ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এখনও থমথমে গোটা এলাকা।

আরও পড়ুন:‘সুচেতন’ হতে চান সুচেতনা! লড়াইয়ে সমর্থন আছে বাবা বুদ্ধদেবের

পঞ্চায়েতের দিন ঘোষণা হওয়ার পরই একাধিক জেলায় অশান্তির খবর উঠে এসেছে। মনোনয়ন পর্বকে কেন্দ্র করে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায়। এরই মাঝে পতাকা লাগানোকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল দেগঙ্গা।অভিযোগ, পতাকা লাগানোকে নিয়ে ব্যাপক অশান্তি শুরু হয় হড়পুকুর মোড় এলাকায়। তৃণমূল ও আইএসএফ হাতাহাতিতে জড়ায় বলে অভিযোগ। শুরু হয় বোমাবাজি। চলে গুলি। সব মিলিয়ে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।

অশান্তির খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাদের ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আনে পুলিশ।