ভাঙড়ে মনোনয়ন জমা পর্বে অশান্তি ছড়ায় ISF। তাদের আক্রমণে মৃত্যু হয় TMC কর্মী রাজু নস্করের। সেই খুনের ঘটনায় ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির (Nawshad Siddiqi) বিরুদ্ধে খুনের মামলা দায়ের হল। একই সঙ্গে অস্ত্র আইনেও মামলা দায়ের করা হয়েছে নওশাদ-সহ ৬৮ জনের বিরুদ্ধে।
১৫ জুন মনোনয়ন জমা পর্বে এলাকায় গুলি-বোমা নিয়ে হামলা করে আইএসএফ। তাতে নওশাদের মদত ছিল বলে অভিযোগ। সংঘর্ষে খুন হন তৃণমূল কর্মী রাজু নস্কর। এরপর আবার নিজেই অতিরিক্ত নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন আইএসএফ বিধায়ক। উচ্চ আদালত থেকে তাঁকে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় ভাঙড়ের আইএসএফ বিধায়কের বিরুদ্ধে খুনের মামলা করল পুলিশ। খুন ও অস্ত্র আইনে নওশাদ-সহ ৬৮ আইএসএফ কর্মীর বিরুদ্ধে কাশীপুর থানার মামলা দায়ের হয়।