১০০ বছরের পুরনো সমস্যার সমাধান ১০দিনে! নবজোয়ারে বেরিয়ে বাজিমাত অভিষেকের

0
2

জেলা সফরে এসে জমির পার্টটাবিলিতে বাজিমাত। গত ৪ ফেব্রুয়ারি কেশপুরের আনন্দপুর জনসভায় যাওয়ার পথে হঠাৎই খড়গপুর গ্রামীণ-এর কাছে মাতকাতপুরে দাঁড়িয়ে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই এলাকার কাঁসাই নদীর পাড়ে সেচের জমিতে থাকা বাসিন্দাদের পাট্টার দাবি দীর্ঘদিনের।

আরও পড়ুন:মাস্ক-মোদি বৈঠক, ভারতে টেসলা মোটরস তৈরির ইচ্ছাপ্রকাশ টুইটার কর্তার

অভিষেককে কাছে পেয়ে এলাকাবাসীরা তাদের দীর্ঘদিনের জমি যন্ত্রণা সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন। গ্রামে দাঁড়িয়েই সেচ মন্ত্রী পার্থ ভৌমিককে ফোন করেছিলেন অভিষেক। দ্রুত সমস্যা সমাধানের কথা বলেন। এরপরেই প্রশাসনিক কর্তারা গ্রামে গিয়ে গ্রামবাসীদের আবেদন সংগ্রহ করেন। গড়া।বাসীদের স্বপ্নপূরণ। প্রায় ১০০ বছরের পুরনো সমস্যার সমাধান মাত্র ১০দিনেই করলেন অভিষেক। সেচের জমিতে বসবাসকারীদের হাতে তুলে দেওয়া হয় পাট্টা।

প্রসঙ্গত, খড়গপুর-১ নম্বর ব্লকের বড়কোলা গ্রাম পঞ্চায়েতের
মাতকাতপুর বুথ। খড়গপুর ও মেদিনীপুর শহরের মাঝে অবস্থিত ওই বুথ সহ বড়কোলা গ্রাম ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দখলে ছিল। ২০১৯ লোকসভা ভোটেও এই অঞ্চলে ভাল ফল করেছিল গেরুয়া শিবির। অনেক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, কিন্তু তার একটিও পালন করেনি তারা।

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে বেরিয়ে মানুষের একের পর এক সমস্যার সমাধান নিমেষে করেছেন। জাতি-ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে মানুষের সমস্যার সুরাহা করেছেন। তাই এবার পঞ্চায়েতে মানুষ তৃণমূলকে দু’হাত তুলে আশীর্বাদ করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।