কাতার বিশ্বকাপ আমার স্বপ্ন সফল করেছে, প্রাপ্তির ভাণ্ডার পরিপূর্ণ’, বললেন মেসি

0
2

দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছে আর্জেন্তিনা। লিওনেল মেসির নেতৃত্বে বিশ্ব জয়ের স্বাদ পেয়েছে নীল-সাদার দল। বিশ্বকাপ ঘরে তুলে জীবনের বৃত্ত পূরণ হয়েছে বলে মনে করছেন লিও। কাঙ্ক্ষিত বিশ্বকাপ হাতে পেয়ে মেসি বলছেন, এখন ফুটবল উপভোগ করে চলছি। কাতার বিশ্বকাপ আমার স্বপ্ন সফল করেছে।

এক সাক্ষাৎকারে মেসি বলেন,” আমি তো ফুটবল জীবনের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। নিজের মনেই ভাবতাম, ফুটবল থেকে যখন অবসর নেব তখন যেন প্রাপ্তির ভাণ্ডার পরিপূর্ণ থাকে। কাতার বিশ্বকাপ আমার সেই স্বপ্ন সফল করেছে। এখন আমিও জোর গলায় বলতে পারি, ক্লাব এবং দেশের হয়ে আমার কাছে সমস্ত খেতাবই রয়েছে। এই মুহূর্তটা আমি প্রতিনিয়ত উপভোগ করি। মাঠে নেমে ফুটবল আরও উপভোগ্য হয়ে উঠেছে।”

এর পাশাপাশি লিও আরও বলেন,” খেলতে খেলতেই অনুভব করেছি মাঠের জয় তার ক্ষুদ্র সীমায় আবদ্ধ নেই, তার সঙ্গে রয়েছে একজন মানুযের জীবনের যাত্রাও। যা প্রত্যেক মুহূর্তে দেয় দারুণ শিক্ষা। আমি সেই শিক্ষা নিয়ে এগিয়েছি।”

আরও পড়ুন:কলকাতা লিগের জন‍্য প্রস্তুতি শুরু মোহনবাগানের