হাওড়া থেকে বাবুঘাট -শোভাবাজার রুটে বন্ধ ভেসেল পরিষেবা!

0
1

রথের দিনে বিপাকে লঞ্চ-ভেসেল যাত্রীরা। হাওড়া থেকে বাবুঘাট (Howrah to Babughat) এবং শোভাবাজার রুটে (Howrah to Shovabazar) আচমকাই বন্ধ করে দেওয়া হল ভেসেল পরিষেবা (Vessel Service) । নিত্যযাত্রীরা বলছেন, ভেসেল ধরার জন্য টিকিট কাউন্টারের সামনে পৌঁছতেই দেখা যায় যে গেট বন্ধ করে দেওয়া হয়েছে। অফিস থেকে ফেরার পথে এমন ঘটনায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

লঞ্চ ও ভেসেলের কর্মীরা বলছেন বকেয়া বেতনের দাবি তুলেই তাঁরা পরিষেবা প্রদান করা বন্ধ করলেন।হাওড়া আর্মেনিয়াম ঘাট ফেরি পরিষেবাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভেসেল কর্মীরা বলছেন কোভিডকাল থেকেই প্রাপ্য বেতন বন্ধ। এমনিতেই বেতনের যা পরিমাণ তাতে সংসার চালানো দায়। এর মধ্যে যদি সঠিক সময়ে বেতন না পাওয়া যায় সে ক্ষেত্রে বিনা বেতনে দিনের পর দিন পরিষেবা দেওয়া সম্ভব নয়।