১) ইতিহাস গড়লেন ভারতীয় ফেন্সার ভবানী দেবী। এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয় করলেন তিনি। এই টুর্নামেন্টে এটাই ভারতের প্রথম পদক।

২) দলবদলের বাজারে একের পর এক চমক দিয়ে চলেছে ইস্টবেঙ্গল এফসি। ইস্টবেঙ্গলে সই করলেন হারমনজোত সিং খাবরা, মন্দার রাও দেশাই ও এডউইন ভেনসপাল।
৩) ফ্রি ট্রান্সফারে একবছরের চুক্তিতে লাল হলুদে সই খাবরার। খাবরা বলেন,” ঘরে ফিরে আসা নিয়ে আমি অত্যন্ত উৎসাহিত। ডার্বি ম্যাচের জন্য অপেক্ষায় রয়েছি। কোচ কার্লোসের সঙ্গেও আরও একবার কাজ করার জন্যে আমি খুব উচ্ছ্বসিত।

৪) করমণ্ডল এক্সপ্রেস দু.র্ঘটনায় মৃ.তদের পরিবারের পাশে দাঁড়ালেন সুনীল ছেত্রীরা। ভারতীয় ফুটবল দলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলির ত্রাণ এবং পুনর্বাসনের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়।

৫) এশিয়ান গেমসের ট্রায়ালের আগে প্রস্তুতি শুরু করে দিল আন্দোলনরত কুস্তিগিরেরা। হরিয়ানার সোনপতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কমপ্লেক্সে প্রস্তুতি শুরু করেছেন বিনেশ ফোগাট। সাইয়ের অন্য একটি কেন্দ্রে প্রস্তুতি নিচ্ছেন বজরং পুনিয়া। যদিও সাক্ষী মালিক এখনও প্রস্তুতি শুরু করেননি।
আরও পড়ুন:ইতিহাস গড়লেন ভারতীয় ফেন্সার ভবানী দেবী















































































































































