পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নকে ঘিরে তাঁর উপর হামলা চালানো হয়েছে। এমনটাই অভিযোগ করে তাঁর নিরাপত্তা ব্যবস্থা করার আর্জি জানিয়ে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন নওশাদ সিদ্দিকি। বলেছিলেন, তাঁকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হোক।


আরও পড়ুনঃ“কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কাজ আমাদের নয়”! শীর্ষ আদালতে বলল কমিশন, শুনানি মঙ্গলবার
সোমবার সকালেই জানা গেল, নওশাদকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দিতে পারে কেন্দ্র। এখনও পর্যন্ত খবর, এ ব্যাপারে সম্মতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।অন্যদিকে জানা যাচ্ছে নিরাপত্তার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নওশাদ।
এদিকে নওশাদের নিরাপত্তার খবরের প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, সবটাই সাজানো ঘটনা। ভাঙড়ে ওঁর উপরে হামলা হতে পারে মিথ্যা গল্প সাজিয়েছে। তার পর সেই ছুতো দেখিয়ে এখন নওসাদের ওজন বাড়াতে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিতে রাজি হয়েছে বিজেপি সরকার। আসলে বিজেপির সঙ্গে আঁতাত করে ভোট কাটাকাটির খেলায় নেমেছে নওশাদ সিদ্দিকি।
প্রসঙ্গত, গত শুক্রবার নওশাদ সিদ্দিকির একটা হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় ‘ফাঁস’ হয়েছিল। ওই স্ক্রিনশটে দেখা গিয়েছিল, একুশের ভোটের সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের সঙ্গে যোগাযোগ রাখতেন নওশাদ। নিত্যানন্দ রাই অমিত শাহর ডেপুটি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি নিত্যানন্দ রাইয়ের অধীনেই রয়েছে। অবশ্য অমিত শাহর চূড়ান্ত অনুমতি অবশ্যই প্রয়োজন।অন্যদিকে রাজনৈতিকমহলের দাবি, নওশাদের সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও সখ্যতা রয়েছে।
















































































































































