‘২০২৫ সালের মধ্যে টি.বি মুক্ত হবে ভারত’: মন কি বাতে অঙ্গীকার মোদির

0
1

‘মন কি বাত’ (Maan Ki Baat) রেডিও অনুষ্ঠানের (Radio Program) মাধ্যমে দেশবাসীর সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার ছিল অনুষ্ঠানের ১০২ তম সম্প্রচার। মন কি বাত অনুষ্ঠানটি মাসের শেষ রবিবার অনুষ্ঠিত হয়, কিন্তু এবার ১৮ই জুন সম্প্রচারিত হল মন কি বাত অনুষ্ঠন। এদিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি বলেন, সাধারণত প্রতি মাসের শেষ রবিবার আপনার কাছে ‘মন কি বাত’ আসে, কিন্তু এবার তা এক সপ্তাহ আগে সম্প্রচারিত হচ্ছে’। তবে প্রধানমন্ত্রী এদিন ঘোষণা করেন, ‘২০২৫ সালের মধ্যে ভারত টিবি মুক্ত হবে’। তবে এদিন মোদি মনে করিয়ে দেন, এই লক্ষ্য অবশ্যই বড়, কিন্তু তা আমাদের সকলের প্রচেষ্টা পূরণ করতে হবে।

এদিন মোদি আরও বলেন, ‘আপনারা সবাই জানেন, আমি আগামী সপ্তাহে আমেরিকায় (America) থাকব এবং এই মুহূর্তে মার্কিন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ’। পাশাপাশি এদিন বিপর্যয় ঘুর্ণিঝড়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দু-তিন দিন আগে আমরা দেখেছি দেশের পশ্চিমাঞ্চলে কত বড় ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। ঘূর্ণিঝড় বিপর্যয় কচ্ছ ও সৌরাষ্ট্রে ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে, কিন্তু কচ্ছের মানুষ যে সাহসিকতার সঙ্গে ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন তা নজিরবিহীন। তবে এদিন উল্লেখযোগ্যভাবে এদিনের মন কি বাত অনুষ্ঠানে মোদির বক্তব্যে উঠে আসে রাজনৈতিক প্রসঙ্গও। জরুরি অবস্থা (Emergency) প্রসঙ্গে মোদি বলেন, ভারত গণতন্ত্রের মাতৃভূমি। আমরা কিছুতেই ২৫ জুনের কথা ভুলব না। ওই দিন জরুরি অবস্থা জারি হয়েছিল। ভারতের ইতিহাসে তা এক কালো অধ্যায়। লক্ষ লক্ষ মানুষ এই জরুরি অবস্থার প্রতিবাদ করেছিল। গণতন্ত্রের সমর্থকদের উপর যে অত্যাচার হয়েছিল তা এখন মনকে কাঁদিয়ে তোলে। আজ আমরা আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করছি। নবীন প্রজন্মকে গণতন্ত্রের মাহাত্ম্য বোঝাচ্ছে এই সময়কাল।

পাশাপাশি এদিন আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) প্রসঙ্গে মোদি বলেন, এ বছর আন্তর্জাতিক যোগ দিবসের থিম হল ‘যোগা ফর বসুধাইবা কুটুমবকম’। এটি যোগের উদ্দীপনা প্রকাশ করে এবং আমাদের একত্রিত করে। অন্যদিকে, আন্তর্জাতিক যোগ দিবসে রাষ্ট্রপুঞ্জের সদর সফতরে যোগ অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন বলেও জানিয়েছেন মোদি। এছাড়াও মন কি বাতের ১০২ তম পর্বে এদিন উঠে আসে ছত্রপতি শিবাজির প্রসঙ্গ। ম্যানেজমেন্ট প্রসঙ্গে ছত্রপতি শিবাজির কথা উল্লেখ করে মোদি বলেন, যখন ম্যানেজমেন্টের প্রসঙ্গ ওঠে তখন আমাদের ছত্রপতি শিবাজির দিকে ফিরে তাকানো উচিত। সাহসিকতার পাশাপাশি তাঁর রাজ্য পরিচালনা থেকে অনেক কিছু শেখার রয়েছে। তাঁর ম্যানেজমেন্ট বিশেষ করে ওয়াটার ম্যানেজমেন্ট এবং নৌবাহিনী ভারতের গর্বের বিষয়।