আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই ইস্যুতেই রবিবার খড়দহ পুরসভায় দলীয় নেতা কর্মীদের নিয়ে বৈঠকে বসেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhondeb Chatterjee)। বৈঠকের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই রাজ্যপালের (Governor) ভূমিকা নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, একজন রাজ্যপালের “নিরপেক্ষ” ভূমিকা পালন করা উচিত। পাশাপাশি রাজ্যপালের কোনও একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে কাজ না করে সব দলের প্রতিনিধি হয়ে নিরপেক্ষভাবে কাজ করা উচিত বলেও মন্তব্য করেন কৃষিমন্ত্রী।
তবে এদিন শুধু রাজ্যপালই নন, বিরোধীদেরও (Opponents) একহাত নেন রাজ্যের কৃষিমন্ত্রী। শোভনদেবের অভিযোগ, তৃণমূলের নির্দল প্রার্থীদের ভগবান বলে মনে করছেন বিরোধীরা। আর সেকারণেই মানুষ ভগবানের পিছনে যেমন ছোটে, ঠিক তেমনভাবেই বিরোধীরা নির্দল প্রার্থীদের পিছনে ছুটছেন এবং উসকানি দিচ্ছেন। তার জন্যই রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে অর্থাৎ পরোক্ষে রাজ্যে অশান্তির জন্য বিরোধীদের কাঠগড়ায় তুলেছেন তিনি।
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত বাংলা। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই বিরোধীদের দাপাদাপিতে রীতিমতো উত্তপ্ত একাধিক প্রান্ত। আর সেই সমস্ত উত্তপ্ত এলাকা পরিদর্শনে গিয়ে ‘অবাঞ্ছিত’ মন্তব্য করে রাজ্যের ভাবমূর্তিকে লাগাতার কালিমালিপ্ত করার চেষ্টা করছেন রাজ্যপাল। তা নিয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেছে তৃণমূল। এবার রাজ্যপাল সহ বিরোধীদের একহাত নিলেন কৃষিমন্ত্রী।