শনিবার রাতে পর্তুগালে ইউরো যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামে পর্তুগাল দল। প্রতিপক্ষ ছিল বসনিয়া। সেই ম্যাচে বসনিয়াকে ৩-০ গোলে হারায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। এই জয়ের ফলে তিন ম্যাচের সব কটি জিতে ‘জি’ গ্রুপের শীর্ষে পর্তুগিজরা। তবে এই ম্যাচে দেখা গেল সমর্থকের ভালোবাসার গল্প। বলা ভালো তাদের পছন্দের তারকা ফুটবলারকে এক ছুঁয়ে দেখার গল্প।
এস্তাদিও দে লুইজ স্টেডিয়ামে তখন দ্বিতীয়ার্ধের খেলা চলছিল। নিরাপত্তাবেষ্টনী পার করে মাঠে ঢুকে পড়েন এক সমর্থক। পর্তুগালের পতাকা হাতে দৌড়ে তাঁর মাঠে ঢোকার সময় সবাই আন্দাজ করে নিয়েছিলেন কি হতে চলেছে। মাঠেই দাঁড়িয়ে মুচকি হাসছিলেন সিআরসেভেন। সেই সমর্থক দৌড়ে যান তাঁর সামনে। গিয়ে প্রথমে মাথা নুইয়ে কুর্নিশ করলেন। তারপর মাথাটা রোনাল্ডোর দুই পায়ের মাঝে মাটিতে রাখেন। ভালোবাসার সেই কুর্নিশেও মন ভরেনি ভক্তটির। এরপর রোনাল্ডোকে পাঁজা করে কোলেও তোলার চেষ্টা করেন তিনি। নিরাপত্তারক্ষীরা ধারেকাছে আসার আগেই রোনাল্ডোর বিখ্যাত ‘সিউ’ গোলের সেলিব্রেশনটা তাঁর সামনেই সেরে নিয়ে দৌড় দেন সেই ভক্ত। যেন বিশ্বজয় করেছেন। স্টেডিয়ামে তখন হাততালির শব্দ।
RONALDO LIFTED UP BY FAN 🇵🇹 Pitch invader during Portugal-Bosnia & Herzegovina match in Lisbon hugs 38-year-old striker before picking him up and hitting Siu cele. When they say you should never meet your heroes, it is often for your hero's own safety.pic.twitter.com/TaDjdmoTkx
— Men in Blazers (@MenInBlazers) June 17, 2023
এখানেই শেষ নয়, মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দেখা করলেন এক ইউটিউবারের সঙ্গে। একবার তাঁর প্রিয় ফুটবলারকে দেখার জন্য অপেক্ষা করছিলেন সেই ইউটিবার। আর সেই দেখে রোনাল্ডো গাড়ি থেকে নেমে দেখা করেন তাঁর সঙ্গে। সেই ইউটিবার যেন কিছুইতে বিশ্বাস করতে পারছিলেন না তাঁর সামনে রোনাল্ডো। দু’জনে একসঙ্গে ছবি তোলার পাশাপাশি করলেন বিখ্যাত ‘সিউ’ গোলের সেলিব্রেশনটাও।
View this post on Instagram
আরও পড়ুন:পিতৃ দিবসে ইস্টবেঙ্গলকে খোঁচা মোহনবাগানের, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়