টেলিভিশনের ‘পাখি’ ইদানিং কালে বাংলা ওয়েব সিরিজের বোল্ড চরিত্র। নিজেকে ভাঙা গড়ার এক্সপেরিমেন্টে অন্যদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন টলি অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarkar)। সমাজ মাধ্যমে (Social Media) বরাবরই সক্রিয় তিনি। বিভিন্ন সময়ে নানা ফোটোশুটের আপডেট দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এবার যে ছবি পোস্ট করলেন তাতেই থমকে গেল টালিগঞ্জ (Tollygunge) । তবে কি মধুমিতা (Madhumita Sarkar) এবার বিনোদিনী?
পরণে সাদা শাড়ি, গলায় তুলসীর মালা, ঠিক যেন বিনোদিনী লুক- দেখা মাত্রই চোখ আটকে গেল নেটপাড়ার। সঙ্গে ক্যাপশনে বাড়ল আগ্রহ। অভিনেত্রী লিখলেন,”ভুলিতে নাহি পারি”। ব্যাস কমেন্ট বক্সে উঠল ঝড়। যদিও এই রহস্য নিয়ে মুখ একটা মন্তব্য করতে দেখা গেল না মধুমিতা সরকারকে। এবার কি তবে সেই সাহিত্য নির্ভর চরিত্রে নজর কাড়তে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার? উত্তরের আসায় তাঁর ফ্যানেরা।